পরশুরাম সমিতি চট্টগ্রাম এর সদস্য হওয়ার যোগ্যতা :
- চট্টগ্রামে বসবাসকারী পরশুরাম উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- সদস্য পদের জন্য নূন্যতম বয়স ১৮ হতে হবে।
অনলাইনে সদস্য ফরম পূরণের নিয়মাবলী :
- সদস্য অন্তর্ভূক্তির জন্য প্রথমে আপনাকে রেজিষ্ট্রেশন ফি বাবদ সাধারণ সদস্য- ২০০/- টাকা, আজীবন সদস্য- ৩,০০০/- টাকা, দাতা সদস্য- ১০,০০০/- বা তদুর্দ্ধ টাকা ব্যাংক / বিকাশ / রকেট / নগদ -এ নিম্নোক্ত নম্বরে প্রেরণ করতে হবে।
- বিকাশ / রকেট / নগদ -এ টাকা প্রেরণের ক্ষেত্রে অবশ্যই ক্যাশ আউট চার্জ সহ প্রেরণ করতে হবে।
- টাকা পাঠানোর পর মোবাইল ওয়ালেটের ট্রানজেকশন নম্বরটি [উদাহরণ (নমুনা): 71CSGYGP (bKash, Nagad) / 2744448029 (Rocket)] পরবর্তী ধাপে প্রদানের জন্য সংগ্রহ বা কপি করে রাখতে হবে।
- আপলোডের জন্য আপনার একটি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ছবি এবং ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করলে টাকা জমার রশিদ এর ছবি মোবাইলে/কম্পিউটারে সংরক্ষণ করে রাখুন (সর্বোচ্চ সাইজ 2MB হতে হবে)।
- অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর কনফার্মেশন এর জন্য অপেক্ষা করুন, কাউকে ফোন করার প্রয়োজন নেই। প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে রাখতে পারেন > লিঙ্ক ।
যে মাধ্যমে টাকা প্রেরণ করবেন –
- ব্যাংক – Account No: 0191330014543, Account Name: Parshuram Samity Chattogram, Social Islami Bank Ltd, Halishahar Branch, Chattogram.
- বিকাশ/নগদ/রকেট (পারসোনাল) – 01745979918
(উপরের সকল তথ্য পড়ে / বুঝে এবং পেমেন্ট সম্পন্ন হওয়ার পর অনলাইন আবেদন এ ক্লিক করুন, অসম্পূর্ন আবেদন কোন কনফার্মেশন ছাড়া বাতিল বলে গণ্য হবে)