২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু

সম্মানিত সদস্যবৃন্দ,
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এবারও আমরা পূর্বের ন্যয় আমাদের প্রাণের সংগঠন ‘পরশুরাম সমিতি চট্টগ্রাম’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। আগামী ১৮.১১.২০২৪ তারিখ সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এর মতো নানান আয়োজনের মধ্য দিয়ে সমিতির ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকলের আন্তরিকতায় গত বছরও এই আয়োজনটি চট্টগ্রামে অবস্থানরত সকল পরশুরামবাসীর মিলনমেলায় রূপান্তরিত হয়েছিল। আমাদের বিশ্বাস এবারও সবার অংশগ্রহণে এই অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠবে। ইতিমধ্যেই অনলাইনে ও অফলাইনে অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

আজই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:

  • যারা অংশগ্রহণ করতে পারবেন : পরশুরাম সমিতি চট্টগ্রম -এর সকল নিবন্ধিত সদস্য ও তাদের পরিবারবর্গ।
  • রেজিস্ট্রেশন ফি:
    * সমিতির সকল সদস্য ও তাদের পরিবার : ৩০০/- (জনপ্রতি)
    * ব্যক্তিগত গাড়ি চালক : ২০০/- (জনপ্রতি)
    * ৫ (পাঁচ) বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফ্রি

রেজিস্ট্রেশন সমাপ্তির তারিখ : ১০.১১.২০২৪ খ্রিস্টাব্দ

সরাসরি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন:

  1. মোঃ দাউদ (506) – 01720063264
  2. আবুল কালাম আজাদ (512) – 01817783908
  3. মুহাম্মদ ওবাইদুর রহমান (736) – 01814320093
  4. মোঃ ফখরুল ইসলাম মিরু (517) – 01850087990
  5. জিয়াউর রহমান রনি (714) – 01818986360
  6. রেজাউল করিম চৌধুরী (719) – 01683386774
  7. মোঃ ইয়াছিন (717) – 01864651731
  8. ফেরদৌস হোসেন মজুমদার (750) – 01879535599
  9. আবু মোহাম্মদ শরিফুল এনাম মজুমদার (768) – 01752863584
  10. এসআই দিদার (776) – 01820122845

অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • নিচের ‘অনলাইন রেজিস্ট্রেশন’ বাটনটিতে ক্লিক করুন।
  • আপনি যদি সদস্য হয়ে থাকেন আপনার সদস্য নাম্বার, নাম, বর্তমান মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস ইংরেজিতে লিখুন। (আপনার সদস্য নাম্বার জানতে ক্লিক করুন: দাতা সদস্য আজীবন সদস্য সাধারণ সদস্য )
  • আপনি যদি চট্টগ্রামে বসবাসকারী পরশুরাম এর নাগরিক হয়ে থাকেন, কিন্তু সমিতির সদস্য নন। সেক্ষেত্রে, Guest অপশন সিলেক্ট করে আপনার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস ইংরেজিতে লিখুন।
  • অতিথির সংখ্যা উল্লেখ করুন।
  • ব্যক্তিগত গাড়ি চালক থাকলে ‘টিক চিহ্ন’ দিন।
  • প্রদর্শিত ‘Total payable ‍amount’ এ উল্লিখিত টাকা বিকাশ / নগদ / রকেট  এ 01745979918 (পারসোনাল) নাম্বারে সেন্ড মানি করুন।
  • bKash / Nagad / Rocket যে মাধ্যমে টাকা পাঠিয়েছেন সেটি সিলেক্ট করুন।
  • bKash / Nagad / Rocket হতে মেসেজের মাধ্যমে প্রাপ্ত ট্রানজেকশন নাম্বারটি Transection ID অপশনে লিখে Submit এ ক্লিক করুন।
  • আপনার আবেদন ও পরিশোধকৃত টাকার তথ্য যাচাইয়ের পর আপনার দেওয়া মেইলে একটি রেজিস্ট্রেশন স্লিপ প্রেরণ করা হবে।
  • রেজিস্ট্রেশন স্লিপটি ডাউনলোড করে সংগ্রহে রাখবেন, অনুষ্ঠানের দিন এটি জমা দিয়ে আপনার মেজবানের কুপন সংগ্রহ করবেন।
  • অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনমোঃ মহিউদ্দীন01745979918

 

অনলাইন রেজিস্ট্রেশন