ইফতার মাহফিল – ২০২২

সবার আন্তরিকতায় পরশুরাম সমিতি, চট্টগ্রাম এর ইফতার মাহফিল-২০২২ প্রত্যাশার চেয়েও প্রায় দ্বিগুণ পরশুরামবাসীর উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হয়েছে… আলহামদুলিল্লাহ। মাটির প্রতি যে একটা আলাদা টান আছে সেটা আবারও প্রমাণিত হলো। সারাদিন রোজা রেখে কর্ম-ব্যস্ততার পর ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সবাই যেভাবে সাড়া দিয়েছে, তা সত্যিই আমাদের মুগ্ধ করেছে। পরশুরামের যে কত মানুষ চট্টগ্রামে অবস্থান করছে সেটা আমাদের ধারনারও বাইরে। মাত্র কয়েকদিনের আগে তৈরী হওয়া একটা সোশ্যাল প্লাটফর্মের উদ্যোগে সবাই এভাবে সাড়া দিবে আমরা চিন্তাও করিনি।

যেহেতু এটি একটি উন্মুক্ত প্রোগ্রাম ছিল, রেজিষ্ট্রেশন বা কোন এন্ট্রি কার্ড ইস্যু করা হয়নি। তাই এখানে অতিথির সংখ্যা কাউন্ট করাটা পুরোটাই অনুমানের উপর নির্ভরশীল ছিল। যেখানে আমরা প্রথমে অনুমান করছিলাম হয়তো ৫০-৬০ জনের মতো জনসমাগম হতে পারে, সেই বিবেচনায় ১০০ জনের এরেঞ্জমেন্ট করা হয়েছিল। গতকাল সবার উপস্তিতি দেখে তাৎক্ষনিকভাবে সেটা ১৬০-১৭০ এ উত্তীর্ণ হয়… এরপরও উদ্যোক্তারা ছাড়াও অনেকেই শেয়ারে ইফতার করেছেন, অর্থাৎ টোটাল উপস্থিতি ২০০ জনের বেশী ছাড়া কম হবে না… আলহামদুলিল্লাহ। সবচেয়ে যে বিষয়টি গতকাল ভালো লেগেছে, শেষ মুহুর্তে এমন পরিস্থিতি হওয়ার কারনেও কারও মধ্যেই কোন ধরনের বিরক্তি লক্ষ্য করিনি। উল্টো যারা আগে এসেছিল তারা সবাই স্বপ্রণোদিতভাবে নিজেদের ইফতার শেয়ার করেছেন।

ইফতার মাহফিল এর কিছু স্মৃতিময় মুহুর্ত

কৃতজ্ঞতা সবার প্রতি যাদের আন্তরিকতার কারনে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হলো। আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আরও সুন্দর কিছু হবে….